Login to your account

Username *
Password *
Remember Me
Saturday, 27 July 2024

Monday, 30 October 2023

জাতীয় পার্টি নবীগঞ্জ পৌর সম্মেলন প্রস্তুতি কমিটি কর্তৃক এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড়স্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির আহবায়ক অমর দাশ গুপ্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি সম্মেলন প্রস্তুতি কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক ও নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি ডাঃ শাহ্ আবুল খায়ের। নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ জুয়েল মিয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মুরাদ আহমদ, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক আবু ইউসুফ, সহ-সভাপতি শহিদ চৌধুরী। বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌর জাতীয় পার্টি নেতা হাজী সামছু মিয়া, আব্দুল আহাদ। এতে অন্যান্যদের উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মাজুল আহমদ মাসুম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরী এনাম, নবীগঞ্জ সদর ইউপি জাতীয় পার্টির মর্তুজ আহমদ, পৌর জাতীয় পার্টি নেতা অজুদ মিয়া, সমছু মিয়া, শীতেশ সরকার, প্রসাদ দাশ প্রমূখ। নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির কর্মী সম্মেলনে উপস্থিত নেতাকর্মীদের সর্বসম্মতিক্রমে অমর দাশ গুপ্তকে সভাপতি ও মোঃ জুয়েল মিয়াকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির কমিটি ঘোষণা করেন হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মুরাদ আহমদ। সভায় বক্তাগণ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ ও জাতীয় পার্টি সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসীহ’র নেতৃত্বে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরো সুসংগঠিত করার আহবান জানান।

Published in Local News

ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার  দেবপাড়া ইউনিয়নের সদরঘাট নামক স্থানে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩০ যাত্রী। স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানাযায়, সোমবার ভোর রাতে সদরঘাট নামক স্থানে সিলেটগ্রামী এম আর যাত্রীবাহী বাস ( ঢাকা মেট্রো ব-১৫৭৫৫১) নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের পশ্চিম পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার সিদ্দিম মিয়ার স্ত্রী সালেহা খাতুন (৪৫) নামের এক মহিলা যাত্রী নিহত হন। দুর্ঘটনাটি স্থানীয় লোকজন দেখতে পেয়ে পুলিশকে অবগত করলে  শেরপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে আশপাশের চিকিৎসালয় ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সড়ক দুর্ঘটনার  ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ পরিমল দেব।

Published in Local News
  1. Popular
  2. Trending
  3. Comments

Calender

« October 2023 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
            1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31