Login to your account

Username *
Password *
Remember Me
Sunday, 08 September 2024

Friday, 21 June 2024 10:07

নবীগঞ্জে পানিবন্দী মানুষদের মাঝে ত্রাণ বিতরণ Featured

Written by
মোঃ আলমগীর মিয়া

ভারপ্রাপ্তর সম্পাদক :

www.nabiganjerdak.com

www.tribute71.com

নবীগঞ্জে বন্যায় কবলিত লোকজনের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ত্রাণ বিতরণ করা হয়।বৃহস্পতিবার দুপুরে ইনাতগঞ্জ ইউনিয়নের আশ্রায় কেন্দ্র ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়, ইনাতগঞ্জ মোস্তফাপুর দাখিল মাদ্রাসায় পানিবন্দী মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন নবীগঞ্জ-বাহুবলের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া,
জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা,পুলিশ সুপার আক্তার হোসেন,নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী সেফু,উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস,সহকারী কসমশনার (ভূমি) শাহিন দেলোয়ার,ভাইস চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, ইউপি চেয়ারম্যান নোমান আহমেদ,সাংবাদিক রাকিল হোসেন, মোঃ আলমগীর মিয়া প্রমুখ। উল্লেখ্য মঙ্গলবার (১৮ জুন) রাত থেকে কুশিয়ারা ডাইক উপছে পানি প্রবেশ করছে। টানা বর্ষন ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে নবীগঞ্জে বন্যার আশংকা দেখা দিয়েছে। দ্রুত বাড়ছে পানি।ইতিমধ্যে কুশিয়ারা নদীর তীরবর্তী দীঘলবাক ইউনিয়ন,ইনাতগঞ্জ ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামসহ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বাড়িঘরে উঠেছে পানি। এখানকার জনজীবন হুমকীর মূখে রয়েছে। উপজেলার সকল হাওরাঞ্চলে পানি বৃদ্ধি পেয়েছে।নবীগঞ্জ পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। রাস্তাঘাট পানিতে ডুবে যাওয়ায় জন চলাচলে বিঘ্ন ঘটছে। ইতিমধ্যে মঙ্গলবার রাত থেকে শেরপুর থেকে দীঘলবাক পর্যন্ত কুশিয়ারা নদীর ডাইক উপছে পানি প্রবেশ করছে। ফলে উপজেলার সর্বত্র ভয়াবহ বন্যার  আশংকা করছেন সর্ব মহল।

Read 300 times
Rate this item
(0 votes)
  1. Popular
  2. Trending
  3. Comments

Calender

« September 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
            1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30