Login to your account

Username *
Password *
Remember Me
Saturday, 04 May 2024

Thursday, 25 April 2024 11:56

নবীগঞ্জে সাবই ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ জেহাদী ও বাজারের বিশ্বিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের উপর মিথ্যা সংবাদ প্রচারে মানববন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠিত

Written by
মোঃ আলমগীর মিয়া

ভারপ্রাপ্তর সম্পাদক :

www.nabiganjerdak.com

www.tribute71.com

নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ জেহাদী ও বাজারের বিশিষ্ট্য ব্যবসায়ী আমিনুর রহমানের উপর মিথ্যা সংবাদ প্রচারে ইনাতগঞ্জ পশ্চিম বাজার হাসপাতালের সামনে গত বুধবার (২৪ এপ্রিল) সন্ধায় এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ইনাতগঞ্জ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুস সহিদ এর সভাপতিত্বে ও ইনাতগঞ্জ ইউপি ছাত্রলীগের সভাপতি রুবেল আহমেদ এর পরিচালনায় এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় ইনাতগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ জেহাদী বক্তব্যে বলেন, গত (২৯ মার্চ) বাংলাদেশ পরিবেশ পরিক্রমা মনবাধিকার সাংবাদিক সোসাইটি কেন্দ্রিয় কমিটি কর্তৃক গত (২২ শে এপ্রিল) সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে যে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছিল। সেটা মিথ্যা বানোয়াট মানববন্ধনের প্রতিবাদে কে বা কাহারা কাদের মাধ্যমে টাকা হাতিয়ে নিয়ে মানুষের মান সম্মানের উপর আক্রমন করে আসছে। মিথ্যা বানোয়াট অজুহাত দেখিয়ে একটা পরিবার ইনাতগঞ্জ ইউনিয়নের মুনসুরপুর  গ্রামের আশাহিদ আলী আশা সে মাদক ব্যবসায়ী আরো বিভিন্ন নেশার সাথে জড়িত। তার পরিবারের বড় ভাই মোশাহিদ আলী ও তার ভাতিজা আলী জাবেদ মান্নাসহ ইউনিয়নসহ উপজেলারে মাদক ব্যবসার শক্তিশালী সিন্ডিকেট ও বিভিন্ন ভাবে প্রতারিত করছে। এবং বিভিন্ন মাধ্যমে মানুষের চারিত্রিক বৈশিষ্টকে হরণ করেওেই পরিবার। তার ভাতিজা আলী জাবেদ মান্নার চুরি করার অপরাদে পুলিশ ফাড়ির আইসি সহ আলোচনার সাপেক্ষে আমরা ৫-৭ জন সাক্ষি দিয়ে থানায় হাজির করবে বলে বলা হয়েছল কিন্তু তা হয়নি। তাদের বিরুদ্ধে থনায় মামলা হয়েছিল, গত ৩-৪ দিন আগে একটি ছেলেকে জুরপূর্বক তুলে নিয়ে একটি ভিডিও ধারণ করা হয়েছে। আমার মনে হয় আপনারা সামাজিক যোগাযোগ ফেইসবুকের মাধ্যমে দেখেছেন তা সম্পুর্ন মিথ্যা বানোয়াট। ইনাতগঞ্জ জামে মসজিদকে কেন্দ্র করে আমাকে ফাসানোর দায়ে এই ষড়যন্ত্র করে। শয়তান ও বিশ্বাস করবে না যে আমি এই সালেহা জামে মসজিদ এর সাথে জড়িত নই।উক্ত ইনাতগঞ্জ বাসি ও বাজার ব্যবসায়ীরা জানেন এই পরিবারের লোকজন অন্যায় অত্যাচার করে আসছে। এই আশাহিদ আলী আশা ও মোশাহিদ আলী, আলী জাবেদ মান্নাসহ তার পরিবারকে আইনের আওতায় এনে এই সন্ত্রাসীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান। এ মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, ইনাতগঞ্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি ও ২নং ওয়ার্ড এর মেম্বার দিলবার হোসেন, অটো রাইস মিলের মালিক আমিনুর রহমান, ব্যবসায়ী কামাল হোসেন, জয়নাল আবেদিন, এলাকার বিশিষ্ট মোরব্বি ওয়ারিদ উল্লাহ,আব্দুল বাচিত প্রমুখসহ ইনাতগঞ্জ ইউনিয়নের সকল শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Read 34 times Last modified on Thursday, 25 April 2024 12:10
Rate this item
(0 votes)
  1. Popular
  2. Trending
  3. Comments

Calender

« May 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31