নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী ব্যক্তিগত সফরে যুক্তরাজ্য গমন করায় ভারপ্রাপ্ত মেয়র হিসাবে প্যানেল মেয়র -১ জায়েদ চৌধুরী ভারপ্রাপ্ত মেয়র হিসাবে দায়িত্ব গ্রহন করছেন। মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে পরিষদ হলরুমে এই দায়িত্ব হস্তান্তর করেন পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী। ইতি পূর্বে তিনি নবীগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেছেন। তিনি পৌরসভার ৬ নং ওয়ার্ডের ২ বারের নির্বাচিত কাউন্সিলর। পৌর এলাকার চরগাও গ্রামের চুনু মিয়া চৌধুরীর পুত্র। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহব্বায়ক ও বর্তমানে যুবলীগের রাজনৈতিতক কর্মকান্ডের সাথে সংযুক্ত রয়েছেন। ভারপ্রাপ্ত মেয়র জায়েদ চৌধুরী তিনি তার দায়িত্ব পালনে পৌরসভার সর্বস্তরের জনগণ রাজনৈতিক নেতৃবৃন্দ সুশীল সমাজ ও পৌর পরিষদের সকল কাউন্সিলরদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সারাদেশে বিএনপির দ্বিতীয় দফায় ২ দিনের অবরোধে কর্মসূচির রপ্রথম দিন রবিবার (৫ নভেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা সিলেট মহা সড়কের নবীগঞ্জ উপজেলা বিএনপি,জামায়াত, যুবদল, ছাত্রদল ও শিবির নেতা কর্মীরা মোটরসাইকেল শ্লোডাউন সহ লাঠি হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করেছে। মোটরসাইকেল নিয়ে পিকেটিংয়ে নেতৃত্ব দেন নবীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সরফরাজ চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান সেফু, মজিদুল করিম মজিদ ও যুবদলের আহবায়ক মোঃ আলমগীর মিয়া হারুনুর রশিদ হারুন,সহ জামায়াত সাদিকুর রহমান আসরাফআহমদ, শিবির, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। বেলা বাড়ার সাথে সাথে কয়েকটি দূরপাল্লার বাস চলাচল করলেও যাত্রী সাধারণ একে বারে কম ছিল। এমনকি রাস্তায় ট্রাক, মাইক্রো, কার খুব কম সংখ্যাক দেখা যায়। তবে, আঞ্চলিক সড়কগুলোতে সিএনজিচালিত অটোরিকশা, পণ্যবাহী যানবাহন ও ব্যক্তিগত গাড়ি চলাচল করতে দেখা যায়। এদিকে, বিএনপি-জামায়াতের এ অবরোধ কর্মসূচিকে ঘিরে নাশকতা ঠেকাতে মাঠে কটুর অবস্থানে রয়েছে থানা পুলিশ। সকাল থেকে ঢাকা-সিলেট মহাসড়কসহ বিভিন্ন স্থানে টহল দিচ্ছেন র্যাব, পুলিশ ও বিজিবি সদস্যরা। চলাচল বা পণ্য পরিবহনে কোথাও বাধা দেওয়া হলে অথবা বিশৃঙ্খলা ঠেকাতে কাজ করছে তারা। এছাড়া ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছে পুলিশ। নিয়মিত টহল দিচ্ছে র্যাব। এ রিপোর্ট লিখা পর্যন্ত হবিগঞ্জের নবীগঞ্জে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নবীগঞ্জে বহিরাগতর বিরুদ্ধে অবৈধভাবে বাসা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী বাসা মালিকের পরিবার। শনিবার (৪ নভেম্বর) সংবাদ সম্মেলন করেন ফরিদ ভিলা মালিকের ছেলে মোঃ মনসুর চৌধুরী লিখিত বক্তব্যে সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার ১২ নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামের লন্ডনী ফরিদ মিয়া চৌধুরী একটি বাসা নিয়মিত বাসা ও দোকান ভাড়া নিতে মাসুক মিয়া চৌধুরী। তিনি হঠাৎকরে অসুস্থ হয়ে যাওয়ায় তার ভাতিজা মনসুর চৌধুরীর তাদের ভাড়া তুলেন। এখন পর্যন্ত ভাড়াটিয়ার কাছ থেকে ভাড়া আদায় করেন মালিকের বড় ছেলে মনসুর চৌধুরী। হঠাৎ করে মনসুর চৌধুরীর চাচা মাসুক মিয়া চৌধুরী মারা যান। তার মুত্যুর কিছুদিন পর বহিরাগত দাদন ব্যবসায়ী, দাঙাবাজ ও সন্ত্রাসী আলা উদ্দিন ও তার ছেলে নিজেদেরকে বাসার মালিক বলে দাবী করে। এ নিয়ে মনসুর ও আলাউদ্দিন মিয়া পৃথক ভাবে থানায় জিডি ও অভিযোগ দায়ের করেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের বড় ছেলে মনসুর চৌধুরী জানান, আমার বাসার ভাড়াটিয়া এবং আমাকে হুমকি প্রানে হত্যার হুমকি দেন আলাউদ্দিন এবং তার ছেলে । আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে থানায় হয়রানী মুলক মামলা দায়ের করেছে। এছাড়াও ভয় ভীতি সৃষ্টি করার জন্য বাসায় পুলিশ প্রেরণ করে ভয় দেখিয়ে হুমকী প্রদর্শন করে যাচ্ছে। আমি এবং আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতা ভুগছি। আমি এমন প্রতারক ও লাঠিয়াল পর সম্পদ লোভী মানুষদের বিরোদ্ধে প্রসাশনের কাছে এর সুষ্ট বিচার দাবি করছি।
পুলিশ জনতা ঐক্যকরি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি, এই শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের নবীগঞ্জে পালিত হয়েছে ‘কমিউনিটি পুলিশিং ডে’। এ উপলক্ষে নবীগঞ্জ থানা পুলিশের আয়োজনে বিশাল বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা প্রাঙ্গণে এসে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। নবীগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশং এর সাধারণ সম্পাদক শামীম আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও নবীগঞ্জ থানার এস আই বিজয় দেবনাথ এর পরিচালনায়, আলোচনা সভায় কোরআন তিলাওয়াত করেন নবীগঞ্জ থানা মসজিদের ইমাম মাওঃ হাফিজুর রহমান ও গীতা পাঠ করেন নবীগঞ্জ থানার এএসআই সুব্রত দাস। এতে স্বাগত বক্তব্য রাখেন নবীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) গোলাম মোর্শেদ সরকার , প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাসুক আলী। এ ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশং কমিটির সদস্য এড: ফারুক আহমেদ,নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ মিলু, রেজভী আহমদ খালেদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী,আনোয়ার হোসেন মিঠু, সাবেক প্যানেল মেয়র এটিএম সালাম, মোঃ আলমগীর মিয়া,আশাহিদ আলী আশা, পৌর যুবলীগের আহবায়ক ও কাউন্সিলর ফজল আহমদ চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবেল মিয়া, আব্দুল মজিদ, সাংবাদিক আবু তালেব, মো: সফিকুল ইসলাম নাহিদ, মোঃ হাসান চৌধুরী, সাগর আহমেদ, অঞ্জন রায়, স্বপন রবি দাশ, রেজুয়ান মিয়া, নবীগঞ্জ সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ, অটোরিকশা, মিশুক, ব্যান, ইজিবাইক, সংগঠনের মালিক ও শ্রমিক ইউনিয়নের সভাপতি রুস্তম আলী, সাধারণ সম্পাদক সেলিম মিয়া, মুজিবুর রহমান পারভেজ, সবুর মিয়া, মাছুম মিয়া, সুরুজ মিয়া প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভার ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর সদস্য, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। বিশেষ অতিথির বক্তব্যে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাসুক আলী বলেন, এক সময় মানুষের ধারনা ছিল থানা পুলিশের কাছে আসা সম্ভব নয়, আজ সেই ধারণা পাল্টে গেছে। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি পুলিশিং এর স্বীকৃতি দিয়ে সাধারণ মানুষের সাথে পুলিশের দূরত্ব কমিয়ে দিয়ে বন্ধুত্ব বাড়িয়ে দিয়েছেন। পুলিশের সাথে জনগণের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। তিনি আরো বলেন, দেশ এগিয়ে চলছে, দেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না। তাই বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলাদেশ গড়তে সকলে একযোগে কাজ করতে হবে।
নবীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাতদলের দুই অন্যতম সদস্যকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে নবীগঞ্জ উপজেলার কালিয়ার ভাঙ্গা ইউনিয়নে নবীগঞ্জ থানার একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত ৩ টি রামদাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী হলেন, নবীগঞ্জ উপজেলার কালিয়ার ভাঙ্গা ইউনিয়নের রামপুর গ্রামের মৃত্য আজিম উদ্দিনের পুত্র মোঃ মিনার মিয়া(৩৫), ও মান্দারকান্দি গ্রামের সুন্দর আলীর পুত্র রুহেল মিয়া (৩১), একাধিক ডাকাতি মামলার আসামী। পুলিশ সূত্রে জানা যায়, ৩০/১০/২৩খ্রিঃ তারিখ অফিসার ইনচার্জ এর নের্তৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করিয়া দুর্ধর্ষ ডাকাত নবীগঞ্জ থানার মামলা নং-১৪, তারিখ-২৪/১০/২০২৩খ্রিঃ,ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড এর এজাহারনামীয় আসামী ও দুর্ধর্ষ দুই ডাকাতকে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাসুক আলীর দিকনির্দেশনায় একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হন। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাসুক আলী বলেন, গ্রেফতারকৃত ডাকাতদের হবিগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জাতীয় পার্টি নবীগঞ্জ পৌর সম্মেলন প্রস্তুতি কমিটি কর্তৃক এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড়স্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির আহবায়ক অমর দাশ গুপ্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি সম্মেলন প্রস্তুতি কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক ও নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি ডাঃ শাহ্ আবুল খায়ের। নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ জুয়েল মিয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মুরাদ আহমদ, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক আবু ইউসুফ, সহ-সভাপতি শহিদ চৌধুরী। বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌর জাতীয় পার্টি নেতা হাজী সামছু মিয়া, আব্দুল আহাদ। এতে অন্যান্যদের উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মাজুল আহমদ মাসুম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরী এনাম, নবীগঞ্জ সদর ইউপি জাতীয় পার্টির মর্তুজ আহমদ, পৌর জাতীয় পার্টি নেতা অজুদ মিয়া, সমছু মিয়া, শীতেশ সরকার, প্রসাদ দাশ প্রমূখ। নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির কর্মী সম্মেলনে উপস্থিত নেতাকর্মীদের সর্বসম্মতিক্রমে অমর দাশ গুপ্তকে সভাপতি ও মোঃ জুয়েল মিয়াকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির কমিটি ঘোষণা করেন হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মুরাদ আহমদ। সভায় বক্তাগণ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ ও জাতীয় পার্টি সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসীহ’র নেতৃত্বে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরো সুসংগঠিত করার আহবান জানান।
ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট নামক স্থানে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩০ যাত্রী। স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানাযায়, সোমবার ভোর রাতে সদরঘাট নামক স্থানে সিলেটগ্রামী এম আর যাত্রীবাহী বাস ( ঢাকা মেট্রো ব-১৫৭৫৫১) নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের পশ্চিম পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার সিদ্দিম মিয়ার স্ত্রী সালেহা খাতুন (৪৫) নামের এক মহিলা যাত্রী নিহত হন। দুর্ঘটনাটি স্থানীয় লোকজন দেখতে পেয়ে পুলিশকে অবগত করলে শেরপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে আশপাশের চিকিৎসালয় ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সড়ক দুর্ঘটনার ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ পরিমল দেব।
নবীগঞ্জে পুলিশের অভিযানে ৩৮০ পিস ইয়াবাসহ এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। শনিবার রাতে উপজেলার পানিউমদা ইউনিয়ন পরিষদের সামন থেকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর নির্দেশনায় গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই/স্বাধীন চন্দ্র তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে মোটরসাইকেল ও ৩৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী হলো পুটিজুরি এলাকার ইদ্রিস আলীর পুত্র সাহাবুদ্দিন (৩৫)। উক্ত বিষয়ে আসামীর বিরুদ্ধে নবীগঞ্জ থানার মামলা নং-১৫,তারিখ-২৯/১০/২০২৩খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর সারণি ১০ (ক)/৩৮ রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী।