Login to your account

Username *
Password *
Remember Me
Saturday, 27 April 2024

Thursday, 28 March 2024 06:01

নবীগঞ্জে আইন-শৃঙ্খলা মিটিংয়ে কলেজ তাহসিন হত্যা মামলার ৩ আসামীকে গ্রেফতার করায় এমপির পুলিশের প্রতি কৃতজ্ঞতা- গরু চুরি রোধে সর্তক থাকতে অফিসার ইনচার্জকে নির্দেশ Featured

Written by
মোঃ আলমগীর মিয়া

ভারপ্রাপ্তর সম্পাদক :

www.nabiganjerdak.com

www.tribute71.com

নবীগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-১, নবীগঞ্জ-বাহুবল নির্বাচনী এলাকার সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া। উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, টিএইচও ডাঃ আব্দুস সামাদ আজাদ, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাসুক আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুর উদ্দিন বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা মোঃ জালাল সিদ্দিকী, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, উপজেলা প্রকৌশলী (এলজিউডি) মোঃ জুনায়েদ আলম, ইউপি চেয়ারম্যান ইমদাদুল হক চৌধুরী, শেখ ছাদিকুর রহমান শিশু, মোঃ ছালিক মিয়া, এডভোকেট আক্তার মিয়া (ছুবা), নির্মলেন্দু দাশ রানা, মোঃ নোমান হোসেন, মৎস্য কর্মকর্তা আসাদ উল্লাহ, পজীপ কর্মকর্তা শাকিল আহমদ, হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান পরিষদের সভাপতি নারায়ন রায়, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার বাবুল দেব, প্রেসক্লাবের সহ সভাপতি এম.এ মুহিত, সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, জনস্বাস্থ্য উপ সহকারী প্রকৌশলী মোহাম্মদ জাকারিয়া, একটি বাড়ি একটি খামারের ব্যবস্থাপক আমিনুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী, শ্রমিক ইউনিয়নের সভাপতি ছামাদুল হক চৌধুরী, সমাজ সেবা কর্মকর্তা বিদ্যূৎ দাশ, সমবায় কর্তকর্তা জীতেন্দ্র সরকার, পল্লী বিদ্যুতের এজি.এম, জোয়েলউর রহমান, আনসার বিডিপি কর্মকর্তা ফাতেমা খাতুন, উপজেলা (ভারপ্রাপ্ত) শিক্ষা অফিসার মোশাহিদ আহমদ, ইসলামিক ফাউন্ডেশনের সুপার ভাইজার মোঃ সোলাইমান খান আরো অনেকেই। সভায় প্রধান অতিথি হবিগঞ্জ-১ আসনের এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী তার বক্তব্যে বলেন, দ্রুত সময়ের মধ্যে কলেজ তাহসিন হত্যা মামলার ৩ আসামীকে গ্রেফতার করায় পুলিশের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। এবং শহরে অবস্থিত মদের পাট্টা স্থানান্তর করতে যা যা করা প্রয়োজন তা করতে প্রশাসনের প্রতি জোর দাবী জানান তিনি। এবং কিশোর গ্যাং এর বিষয়ে সবাইকে সর্তক থাকার আহবানও জানান। এছাড়া নবীগঞ্জকে ক্রাইম জুন হিসাবে দেখতে চান না বলেও উল্লেখ করেন। তিনি শাখা বরাক নদীর উপরে বজ্র ফেলার বিষয়ে বিশেষ করে ভিআইপি এলাকা চরগাঁও এ নাক ডেকে যেতে হয়! তা কিভাবে বন্ধ করা যায় মেয়র সাহেব সহ সকলের প্রতি দৃষ্টি কামনা করেন। এছাড়া সভায় বক্তাগণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে বলে জানান। বিশেষ করে গরু চুরি রোধ করতে অফিসার ইনচার্জকে আরো সর্তক হয়ে কিভাবে গরু চুরি রোধ করা যায় এ বিষয়ে পদক্ষেপ নেওয়ারও আহবান জানান তিনি। অপরদিকে, ঝানজট বিষয়ে ঈদের পর পাশ্ববর্তী সকল ইউনিয়নের চেয়ারম্যান, বাস, সিএনজি, অটোরিক্সা (টমটম) সহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দদের নিয়ে বসে এগুলির সমাধান কিভাবে হয় সে সিদ্ধান্ত গ্রহন করার জন্য বলা হয়েছে। পরে উপজেলা সমন্বয় সভায় উপজেলার বিভিন্ন রাস্তা, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট জনদের নামে নাম করণের বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন, দেওয়ান ফরিদ গাজী, সাবেক অর্থ মন্ত্রী শাহ এ.এম.এস কিবরিয়া, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রব সাদী, সাবেক এমপি আব্দুল আজিজ চৌধুরী, মেজর (অবঃপ্রাপ্ত) সুরঞ্জন দাশ, অনুদ্বৈপায়ন ভট্রাচায্য, শ্যামা প্রসান্ন ভট্রাচায্য (বিধু বাবু), আব্দুল হক চৌধুরী, সুকুমার রঞ্জন দাশসহ জীবিত বীর মুক্তিযোদ্ধাদের নামে রাস্তা নাম করণের বিষয়ে আলোচনা হয়েছে।

Read 96 times Last modified on Thursday, 28 March 2024 06:21
Rate this item
(0 votes)
  1. Popular
  2. Trending
  3. Comments

Calender

« April 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30