Login to your account

Username *
Password *
Remember Me
Saturday, 27 July 2024

Tuesday, 24 October 2023
নবীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাতদলের এক অন্যতম সদস্যকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। সোমবার দিবাগত রাতে নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পালের বাজার ব্রিজ নামক স্থান হইতে তাকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত চাইনিজ কুড়াল ও ৩ টি রামদাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী হলেন, নবীগঞ্জ উপজেলার কালিয়ার ভাঙ্গা ইউনিয়নের চাঁনপুর  গ্রামের মৃত্য এমদাদুল হক এর ছেলে মো: দুলাল মিয়া (৩২), একাধিক ডাকাতি মামলার আসামী। পুলিশ সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার কালিয়ার ভাঙ্গা ইউনিয়নের পালের বাজার ব্রিজে ১০/১২ জন ডাকাত সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাসুক আলীর দিকনির্দেশনায় তদন্ত (ওসি) গোলাম মোর্শেদ সরকার, অপারেশন (ওসি) আব্দুল কাইউম, সাব ইন্সপেক্টর রাজিব, সাব ইন্সপেক্টর তৌহিদুল ইসলাম ও সাব ইন্সপেক্টর গৌতম সরকারের নেতৃত্বে ও এএসআই মোঃ ওয়াশিমসহ একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এক ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হলেও বাকি ডাকাতরা পালিয়ে যায়। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাসুক আলী  জানান, ডাকাতির প্রস্তুতির সময় এক ডাকাতকে আটক করতে পারলেও বাকিরা পালিয়ে যায়। এসময় আসামী দুলাল মিয়ার স্বীকারোক্তি অনুযায়ী ১২ জনের বিরুদ্ধে ডাকাতির মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় গ্রেফতার দেখিয়ে এক ডাকাতকে হবিগঞ্জ বিজ্ঞ  আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 
 
Published in Local News
২৩ অক্টোবর ঐতিহাসিক উপজেলা দিবস উপলক্ষে নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টি কর্তৃক “পল্লীবন্ধু এরশাদ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত উপজেলা থেকে প্রাদেশিক সরকার প্রবর্তন শীর্ষক” আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার নবীগঞ্জ শহরের নতুন বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি ডাঃ শাহ আবুল খায়েরের সভাপতিত্বে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মুরাদ আহমদ। নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু ইউসুফের পরিচালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক এম.এ. কাইয়ুম, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি শহিদ চৌধুরী, ফতেহ আলম, মাজুল আহমদ মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরী এনাম, জাতীয় পার্টি নেতা মর্তুজ আহমদ, আব্দুল গণি, কবির মিয়া, সফর আলী, মনর মিয়া, জাকির হোসেন, অদুদ মিয়া প্রমূখ। সভায় বক্তাগণ সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু এরশাদ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত উপজেলা পরিষদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নসহ বিভাগ ভিত্তিক প্রাদেশিক সরকার চালু করণের জোর দাবী জানান সরকারের প্রতি। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টি সম্মেলন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক বেগম রওশন এরশাদ এমপি এবং সদস্য সচিব গোলাম মসীহ’র নেতৃত্বে হবিগঞ্জ জেলার প্রতিটি উপজেলার ন্যায় নবীগঞ্জ-বাহুবল উপজেলার তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরো সুসংগঠিত করার আহবান জানান। বক্তারা আরো বলেন জাতীয় পার্টির নেতৃত্ব একমাত্র এরশাদ পরিবারের কাছেই নিরাপদ। তাই সকল নেতাকর্মীদের একযোগে বেগম রওশন এরশাদ ও শাদ এরশাদ এমপির নেতৃত্বে জাতীয় পার্টিকে সামনের এগিয়ে নিতে হবে। অনুষ্ঠিত আলোচনা সভায় দলের নেতৃবৃন্দ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ ১, নবীগঞ্জ-বাহুবল নির্বাচনী এলাকায় ডাঃ শাহ আবুল খায়েরকে দলের মনোনয়ন দেয়ার দাবী জানান।

 

Published in Local News
  1. Popular
  2. Trending
  3. Comments

Calender

« October 2023 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
            1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31