Login to your account

Username *
Password *
Remember Me
Saturday, 27 April 2024

Tuesday, 05 March 2024
নবীগঞ্জে মালিকানা জমিতে সবজি চাষে বাধা দিয়ে প্রাণে হত্যার হুমকি দিয়েছে জমির মালিকের সৎ ভাইয়েরা। এ ঘটনায় নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের হরিধরপুর  গ্রামের মৃত লতিব উল্লা এর পুত্র হাজী মোঃ আব্দুল মালিক ৪ জনের নাম উল্লেখ করে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানাযায়,অভিযোগকারী আব্দুল মালিক একজন প্রবাসী।তিনি দীর্ঘদিন ধরে স্বপরিবার নিয়ে প্রবাসে বসবাস করে আসছেন। প্রবাসে থাকার সুবাদে আব্দুল মালিকের সৎ ভাই আব্দুল হামিদ ও আব্দুল খাছ বিভিন্ন ভাবে তার সম্পত্তি আত্মসাতে অপচেষ্টায় লিপ্ত রয়েছে।  তাদের অত্যাচারে তিনি পুরান বাড়ীর থাকার পর তার পাশে একটি নতুন বাড়ী তৈরী করি বসবাস করেন।  আব্দুল মালিক গত ২৯ ফেব্রুয়ারি তার মালিকানাধীন জমিতে চাষবাদ করার জন্য  জমির পাশে যান। তখন আব্দুল মালিকের সৎ ভাইয়েরা সবজি চাষ করতে বাঁধা প্রদান করে। তখন তিনি বলেন আমার জায়গায় সবজি চাষ করিতেছি আপনারা বাঁধা দেওয়ার  কে। এসময় আব্দুল হামিদ তার হাতে থাকা কোদাল দিয়া প্রাণে হত্যার উদ্দেশ্যে আঘাত করার জন্য এগিয়ে আসে। আব্দুল মালিকের শোর-চিৎকার শুনে আশ পাশের লোকজন এগিয়ে আসেন।  এসময়  তার সৎ ভাই আব্দুল হামিদ, আব্দুল খাছ ও আব্দুল হামিদের ছেলে মোঃ মুন্না, মোঃ ফাহিম প্রাণে হত্যার হুমকি প্রদান করে। এছাড়া আব্দুল মালিকের পিতার নামীয় পুকুর থেকে তারা জোর পূর্বক মাছ মেরে নিয়ে যায়। তিনি মাছ ধরতে গেলে বিবাদীগণ তাকে প্রাণে হত্যার হুমকি ধামকি প্রদান করে।
Published in Local News

সিউল মেট্রোপলিটন গভর্নমেন্ট ও ইউনিভার্সিটি অব সিউলের ২০২৪ সনের গ্লোবাল আরবান লিডার প্রোগ্রামে চুড়ান্তভাবে নির্বাচিত হয়ে কোরীয়া গেছেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী। ২০২৪ সনের উক্ত প্রোগ্রামের জন্য প”থিবীর ২৭ টি দেশের পাবলিক অফিসিয়াল তাদের আবেদন দাখিল করেন। দাখিলকৃত আবেদন, প্রি প্রজেক্ট কনসেপ্ট পেপার পর্যালোচনা, জুম এপস এর মাধ্যমে ইন্টারভিউ শেষে মোট ১০ জন পাবলিক অফিসিয়ালকে উক্ত প্রোগ্রামের জন্য চুড়ান্তভাবে মনোনয়ন প্রদান করা হয়। মোট পাচ মাসের এ গ্লোবাল প্রোগ্রামটিতে নির্বাচিত ১০ জন পাবলিক অফিসিয়ালকে সিউলের বেষ্ট আরবান প্রাকটিসগুলো সম্পর্কে ধারনা দেয়া হবে। মূলত: এ প্রোগ্রামে তাত্বিক বিষয়গুলোর পাশাপাশি ব্যবহারিক ও ফিল্ড ভিজিটকে গুরুত্ব দেয়া হবে। হবিগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা যে প্রি কনসেপ্ট পেপার দাখিল করেন তা হলো, ”বাংলাদেশের আরবান প্লাষ্টিক বর্জ্য ব্যব¯’ানা- এ কেস ষ্টাডি অব হবিগঞ্জ পৌরসভা। মূলত: তিনি উক্ত প্রোগ্রামে হবিগঞ্জ পৌরসভার বর্জ্য ব্যব¯’াপনার উপর জ্ঞানভিত্তিক গবেষনা কার্যক্রম পরিচালনা করবেন। হবিগঞ্জ পৌরসভার তার কনসেপ্ট পেপার সফল হলে পর্যায়ক্রমে বাংলাদেশের সবগুলো পৌরসভায় তা’ বাস্তবায়ন করা যাবে মর্মে তিনি জানিয়েছেন। উল্লেখ্য, ইতোপূর্বে তিনি ২০০৯ সালে কোরিয়া বিশ^বিদ্যালয় হতে ‘মাষ্টার্স অব পাবলিক এডমিনিস্ট্রেশন অন মিউনিসিপ্যাল এন্ড লোকাল এডমিনিস্ট্রেশন’ ডিগ্রী অর্জন করেন। তিনি মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর সিলেট অঞ্চলের পৌরসভাগুলোর দুর্যোগ ঝুকি মোকাবেলা ও সিটিওয়াইজ ইনকুসিভ স্যানিটেশন কার্যক্রমের মাষ্টার ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

Published in Local News
  1. Popular
  2. Trending
  3. Comments

Calender

« March 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31