Login to your account

Username *
Password *
Remember Me
Saturday, 27 July 2024

Friday, 08 September 2023

নবীগঞ্জ উপজেলার পাটলী গ্রামের মন্দিরের পুকুর থেকে গতকাল বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে ভাসমান অবস্থায় সমর সরকার (৭৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে মৃতের ছুরতহাল শেষে হবিগঞ্জ মর্গে প্রেরন করা হয়েছে। স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের আদিত্যপুর গ্রামের সমর সরকার (৭৫) বিভিন্ন স্থানে মন্দিরে, আখড়ায় পুজা ও কীর্তনে থাকেন। গত বুধবার সন্ধ্যায় তিনি করগাওঁ ইউনিয়নের পাটলী গ্রামে মন্দিরে জন্মাষ্টমীর অধিবাস অনুষ্ঠানে যান। সেখানে অধিবাস অনুষ্ঠান উপভোগ করে সবাই যার যার মতো করে চলে গেলেও তিনি মন্দিরে রাত্রি যাপন করেন। পর দিন বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে স্থানীয় লোকজন সমর সরকার (৭৫) কে মন্দিরের পাশের পুকুরে মৃত ভাসমান অবস্থায় দেখতে পেয়ে নবীগঞ্জ থানায় খবর দেয়। খবর পেয়ে থানার এসআই অনিক বাবু এর নেতৃত্বে একদল পুলিশ পুকুর থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করে ছুরতহাল শেষে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে মৃতের ছেলে সনজিৎ সরকার বলেন, তার বাবা মন্দিরে মন্দিরে পুজা-কীর্তনে বেশীর ভাগ সময়ই ব্যয় করতেন। বাড়িঘরে তেমন থাকতেন না। এসআই অনিক বাবু বলেন, খবর পেয়ে পুকুর থেকে ভাসমান অবস্থায় মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। পানিতে পড়েই উনার মৃত্যু হয়েছে।

Published in Local News
নবীগঞ্জে বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক,হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জি কে গউছ,হবিগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল চৌধুরী, সাবেক সহ-সভাপতি তৌফিকুল ইসলামের  নিঃশর্ত মুক্তি ও
হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু ও যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সুমনসহ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নবীগঞ্জ পৌর যুবদলের আহবায়ক মোঃ আলমগীর  মিয়া ও উপজেলা যুবদলের ১ম যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন এর নেতৃত্বে নবীগঞ্জ পৌর ও উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি নবীগঞ্জ শহরের বিভিন্ন মোড় পদক্ষিন করে মালিক টাওয়ার এর সামনে প্রতিবাদ সভায় মিলিত হন। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা  যুবদলের যুগ্ম আহবায়ক আল আমিন আহমেদ,  রায়হানুল বারী, মহসিন আহমদ, সদস্য মনিরুজ্জামান চৌধুরী মনির, জাকির হোসাইন, ফুল মিয়া, আনোয়ার মিয়া, আকাশ আহমদ, মোঃ সামাদুল হক, সোহান মিয়া, মোঃ ওবাদুর মিয়া, তারেক আহমদ,সহ উপজেলা  ও  পৌর  যুবদলের  নেতৃবৃন্দ। সভায় বক্তরা বলেন,অবিলম্বে  জি কে গউছসহ বিএনপির,  যুবদল, ছাত্রদলের  সকল কারাবন্দী  নেতাদের মুক্তি  দিয়ে সরকার নির দলীয় নিরুপেক্ষ সরকারের অধিনে  আগামী  নির্বাচন  দিতে রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে  সরকারকে বাধ্য করা হবে।
Published in Local News
  1. Popular
  2. Trending
  3. Comments

Calender

« September 2023 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30