Login to your account

Username *
Password *
Remember Me
Saturday, 27 July 2024

Wednesday, 08 November 2023
গত মঙ্গলবার বিকালে সিলেটগামী একটি ট্রাক ঢাকা মেট্রো- (ট ১৮-০৩৩৫) ঢাকা- সিলেট মহা সড়কের আউশকান্দি শহীদ কিবরিয়া চত্ত্বরে আসা মাত্রই মহা সড়কের পাশে সিএনজি অটোরিক্সা থেকে যাত্রী নামানোর সময় রাস্তা সংলগ্ন ৩/৪টি দোকান-ঘরের ভিতরে সিএনজিকে ধাক্কা দিয়ে ডুকিয়ে তছনছ করে ফেলে। এ সময় দাড়িয়ে থাকা আরো ২/৩টি সিএনজি সহ দোকানপাট ও পথচারীদের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। ট্রাকের ধাক্কায় সিএনজির যাত্রী, পথচারী, চানাচির বিক্রেতা, ভিক্ষুক সহ ৬/৭ জন গুরুত্বর আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ২জনকে নবীগঞ্জ হাসপাতাল ও গুরুত্বর আহত ৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। বাকীদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এতে স্থানীয় শ্রমিকরা ঘাতক ট্রাকটিকে আটক করলেও সু-চতুর চালক পালিয়ে যায়। এ ঘটনায় মহা সড়কে যান চলাচল প্রায় ১০/১৫ মিনিটের মতো বন্ধ ছিল। খবর পেয়ে স্থানীয় শ্রমিকনেতা, ইউপি সদস্য, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ নবীগঞ্জ থানার একদল পুলিশ ও শেরপুর হাইওয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। আহতরা হলেন, নবীগঞ্জের রুস্তমপুর গ্রামের সিএনজি চালক রুবেল মিয়া (২৫), ভিক্ষুক বোয়ালজুর গ্রামের গেদা মিয়া (৬০), কাজীর বাজার এলাকার সিএনজি চালক সুয়েব সে তার গাড়ি থেকে যাত্রী নামানোকালে ইট বুঝাই ঐ  ট্রাকটি তার গাড়ির পিছন দিকে ধাক্কা দিলে সিএনজি অটোরিক্সাতে থাকা যাত্রী সহ গাড়িটি ধূমড়ে মুছড়ে যায়। এতে মারকুলির অজ্ঞাত একজন ও বানিয়াচংয়ের একজন যাত্রী গাড়িতে ছিল। তারা গুরুত্বর আহত হয়েছেন।  অপরদিকে অন্য আরো দুটি সিএনজিকে ধাক্কা দিয়ে ঐ গাড়িগুলোও ধূমড়ে মুছড়ে যায়। এমন কি ৩/৪ জন পথচারী সহ আরো অনেকেই আহত হয়েছেন। স্থানীয়দের আপ্রাণ প্রচেষ্টায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত বাকী আহতদের এখনো কোন খুজ পাওয়া যায়নি। এ ব্যাপারে শেরপুর হাইওয়ে থানা পুলিশের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, স্থানীয়দের মাধ্যমে মিমাংসার চেষ্টা করছে। তবে, ট্রাকটি আমাদের নিয়ন্ত্রণে আছে।
 
Published in Local News

নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী ব্যক্তিগত সফরে যুক্তরাজ্য গমন করায় ভারপ্রাপ্ত মেয়র হিসাবে প্যানেল মেয়র -১ জায়েদ চৌধুরী ভারপ্রাপ্ত মেয়র হিসাবে দায়িত্ব গ্রহন করছেন। মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে  পরিষদ হলরুমে এই দায়িত্ব হস্তান্তর করেন পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী। ইতি পূর্বে তিনি নবীগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেছেন। তিনি পৌরসভার ৬ নং ওয়ার্ডের ২ বারের নির্বাচিত কাউন্সিলর। পৌর এলাকার চরগাও গ্রামের চুনু মিয়া চৌধুরীর পুত্র। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহব্বায়ক ও বর্তমানে  যুবলীগের  রাজনৈতিতক কর্মকান্ডের সাথে সংযুক্ত রয়েছেন। ভারপ্রাপ্ত মেয়র জায়েদ চৌধুরী তিনি তার দায়িত্ব পালনে পৌরসভার সর্বস্তরের জনগণ রাজনৈতিক নেতৃবৃন্দ সুশীল সমাজ ও পৌর পরিষদের সকল কাউন্সিলরদের সার্বিক সহযোগিতা কামনা করেন। 

Published in Local News
  1. Popular
  2. Trending
  3. Comments

Calender

« November 2023 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30