Print this page
Sunday, 13 August 2023 06:39

সম্পাদকীয়: বাংলাদেশের ২০১৮ সালের সংসদ নির্বাচন একটি ক্রাইম সিন! Featured

Written by
Shamim Chowdhury

সম্পাদক :

www.nabiganjerdak.com

www.tribute71.com

 ২০১৩ সালের বোস্টন ম্যারাথন, ম্যারাথনের কোন রেকর্ড ভাঙার জন্য সারা বিশ্বে পরিচিতি পায়নি,  পরিচিতি পেয়েছে  বোমা ফুটে  মানুষ মারা যাওয়ার  কারনে। এখন এটি  একটি ক্রাইম সিন।

    বোস্টন ম্যারাথনকে  এখন আর কেউ ম্যারাথনের দৃশ্য ভেবে দেখেনা , এটিকে  একটি ক্রাইমের দৃশ্য ভেবে দেখে। দেশি বিদেশী গুয়েন্দারা বোস্টন ম্যারাথনের ভিডিও দেখে ক্রিমিনালদের বডি  ল্যাংগুয়েজ  বুঝতে।

       বোস্টন ম্যারাথনের  মত  বাংলাদেশের ২০১৮ সালের সংসদ নির্বাচনকে এখন আর নির্বাচন হিসাবে না দেখে ক্রাইম সিন হিসাবে দেখতে হবে। কেননা,  আওয়ামীলীগ নেত্রী  প্রধান মন্ত্রী শেখ হাসিনা দ্ব্যর্থ কণ্ঠে বলেছেন " আওমিলিগ নির্বাচনে কারচুপি করে ক্ষমতায় যায়নি , আওয়ামীলীগ ভোট চুরি করেনা। "

তাহলে প্রশ্ন জাগে ২০১৮ সালের নির্বাচনে কে আওয়ামীলীগের জন্য ভোট চুরি করেছিল?

Read 697 times Last modified on Monday, 14 August 2023 13:01
Rate this item
(0 votes)