নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর মামলার পরোয়ানায় পলাতক ২ জন আসামী গ্রেফতার করেছে পুলিশ।রবিবার পুলিশ তাদেরকে শ্রীমতপুর,মিনাজপুর এলাকা থেকে গ্রেফতার করে।গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন পিপিএম এর নেতৃত্বে এএসআই সিদ্দিকুর রহমান,রুহুল আমীন,হিল্লোল তালুকদার, ছানোয়ার হোসেন,সুমন্ত কুমার নাথ ও সঙ্গীয় ফোর্সসহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে জিআর (৭১/২০২৪),জিআর-৯৭/২০২৪ মামলার পলাতক আসামীকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামীরা হল,মিনাজপুর গ্রামের মৃত কাচাঁ মিয়ার পুত্র মোঃ বাবরো মিয়া ওরফে বাবুল মিয়া (২৯),শ্রীমতপুর গ্রামের মৃত ইয়াকুত মিয়ার পুত্র মোঃ খালেদ মিয়া (২৫)।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন।
নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের মোল্লারাই গ্রামে অবৈধভাবে ফসলে জমি থেকে মাটি কাটার দায়ে মোঃ সিরাজুল ইসলাম চৌধুরীবনামের এক ব্যক্তিকে ২০ হাজার টাকা টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রির হিড়িক পড়েছে। এ ব্যাপারে স্থানীয় ও জাতীয় পত্রিকায় ফলাও করে সংবাদ প্রকাশ হয়। এরই ধারাবাহিকতায় রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারা ও পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(ঙ) ধারা দঃ বিঃ ১৮৬০ এর ১০৮৬ ধারায় মোল্লারাই গ্রামের দরবেশ চৌধুরীর পুত্র মোঃ সিরাজুল ইসলাম চৌধুরী ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় আইনি সহায়তা করেন নবীগঞ্জ থানার একদম পুলিশ। জরিমানার বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন বলেন,অবৈধভাবে মাটিকাটাসহ এমন অপরাধের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।