চাঁদাবাজি, দখল বাণিজ্য , চোরি , ডাকাতি, ছিনতাই, রাহানজানি আর সিন্ডিকেট করা ব্যবসায়ী নামক প্রতিটি নরাধমের আজ চক্ষু শুলে পরিণত হয়েছেন ড: মোহাম্মদ ইউনুস।
তার সরকারকে ব্যর্থ করতে বিএনপিআরআওয়ামীলীগএকজোটহয়েছে।
সাথে আছে সিন্ডিকেট করে পণ্যের মূল্য বাড়ানো ব্যবসায়ীরাও ।
তার প্রমান :
ছাত্রলীগ-শ্রমিক দল সমন্বয়ে ইউনাইটেড ডাকাতি সংঘের বনশ্রীতে ডাকাতি:
বাংলাদেশে আওয়ামীলীগের চাঁদাবাজির স্পটগ গুলো হাত বদল হয়ে এখন বিএনপির দখলে। ডিফারেন্স শুধু ,
ক্ষমতায় থাকার কারনে আওয়ামীলীগের চাঁদাবাজদের কোন দিন পুলিশের হাতে এরেস্ট হতে হয়নি আর ক্ষমতায় না থাকার কারনে বিএনপির চাঁদাবাজদের পুলিশের হাতে এরেস্ট হতে হচ্ছে !! আওয়ামীলীগের মত নির্বিগ্ন চাদাঁবাজি জন্য বিএনপিকে অতিশীঘ্রই ক্ষমতায় যেতে হবে। হালুয়া রুটির ভাগ নিতে বিএনপির ছোট বড় মাজারী সব নেতার কণ্ঠে আজ একই আওয়াজ, নির্বাচন চাই, দিতে হবে ।
লাইটার জাহাজগুলোকে পণ্য খালাসের ৭২ ঘণ্টার আল্টিমেটাম !
—————————————————————————
অসাধু ব্যবসায়ীরা রমজানে বাজারে পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে আংগুল ফুলে কলা গাছ হতে ভোজ্যপণ্য আর নিত্যপ্রয়োজীয় মালামালকে বাজারে না ছেড়ে সাগরে লাইটার জাহাজগুলাতে গুদামজাত করে রাখে ।
সরকারের ৭২ ঘন্টার আল্টিমেটামে তাদের আশায় গুড়ে বালি পড়ায় এরা ইউনুস সরকারের উপর ক্ষুব্দ ।
তারাও দ্রুত নির্বাচন চায়। সংশ্লিষ্টরা বলছেন, আমদানিকারকরা বন্দরের জলসীমায় নয়, খালাস পয়েন্টে বিভিন্ন ঘাটে লাইটারেজ জাহাজকে ভাসমান গুদাম বানিয়ে রেখেছেন।
https://youtu.be/DwKM6hHQIhI?si=TyfPupX-5BOPyXnU
https://ekhon.tv/economy/67d10c375ae3005c96541aaf