সম্পাদকীয় : "স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তিপাক " নিজের বুকে পিঠে লিখে বন্ধুকের গুলির সামনে দাঁড়িয়েছিল শহীদ নূর হুসেন, দেশ মাতৃকার কাঁধে দাঁড়িয়ে থাকা রক্ত পিপাসু স্বৈরাচারী ড্রাকুলাকে তাড়িয়ে গণতান্ত্রিক বাংলাদেশে বিনির্মানের জন্য । ডাক্তার মিলন জাফর, জয়নাল, দীপালী সাহা সহ অগণিত ছাত্র জনতা রক্ত দিয়ে এরশাদেরশাহীর পতন ঘটিয়ে, আওয়ামীলীগ আর বিএনপি করা রাজনীতিবিদদের হাতে দেশ তুলে দিয়ে যার যার ক্ষেত্রে ফিরে যায়।
ছাত্র জনতার রক্তে বি.এন.পি-আওয়ামীলীগের :"মোটা তাজাকরন প্রকল্প " !!
আওয়ামীলীগ আর বিএনপি করা রাজনীতিবিদেরা বাঙ্গলাদেশটাকে না গড়ে নিজেদেরকে "মোটা তাজাকরন " করার প্রতিযোগিতা শুরু করে দেন । কেউ কেউ গড়েন (১০%-২০% এর ) হাওয়া ভবন, আর কেউ কেউ পাড়া মহল্লায় প্রজেক্টের নামে তৈরী করেন মিলিয়ন ডলার হাতিয়ে নেওয়ার প্রকল্প : ঘাস চাষ , মাছ চাষ কিংবা খিচুড়ি রান্নার শিখার নামে দেশ থেকে বিদেশে ডলার পাচার করে বেগম পাড়া গড়ার প্রকল্প ।
যে নূরহোসেনের রক্ত বেয়ে আওয়ামীলীগ ক্ষমতায় এসেছিলো সেই নুরহুসেনকে আওয়ামীগের মন্ত্রী মশিউর রহমান রাঙ্গা বলেছিলো , "নূর হোসেন ইয়াবাখোর ছিল. "
নূর হোসেনদের আত্মদানের অবমূল্যায়ন দেখে "Generation Z" জেনে গেছে বাঁদরের গলে মুক্তোর মালা শুভা পায়না। নিজের রক্ত দিয়ে অর্জন করা সম্পদের মূল্য নিজে ব্যতীত অন্যে বুঝবেনা, অন্য সে সম্পদকে পা দিয়ে মাড়িয়ে যাবেই ।
তাই অন্য কেউ নয় "Generation Z" দেশ গড়ার দিকে মনোনিবেশ করতে হবে।
‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশে শুভকামনা
ধন্যবাদ Generation Z, ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য।