হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের আনন্দপুর গ্রামে নিরীহ দুই ভাইকে বৈষম্য বিরোধী মামলায় আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আসামি শ্রেণিভুক্ত করার আবেদন করায় আলোচনা সমালোচনা শুরু হয়েছে। এতে করে ওই দুই ভাই মানসিকভাবে ভেঙ্গে পড়েছে। এ বিষয়ে বিএনপি সমর্থক মোঃ আলী হোসেন ওরফে আহাম্মদ আলী বিএনপির কেন্দ্রীয় কমিটির মহাসচিব বরাবরে ১৬ মার্চ লিখিত আবেদন করেন।জানা যায়, আওয়ামী লীগের আমলে আহাম্মদ আলী বিএনপি সমর্থক হয়ে জেলে যায়। এছাড়া তার ভাই আকবর আলীকে জামায়াত নেতা বানিয়ে পুলিশের হাতে আটক হয়ে দীর্ঘদিন কারাভোগ করে জামিন লাভ করে। তারা কোনো দলের না, সাধারণ মানুষ। বিএনপি সমর্থন করে। এখন আওয়ামী লীগ নেতা বানিয়ে আসামি করার পায়তারা চলছে। এ নিয়ে এলাকায় সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এলাকাবাসীর দাবি সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে অব্যাহতি দেয়া হউক।