সারা দেশে শুরু হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’। তারই অংশ হিসেবে সোমবার যৌথ বাহিনী নবীগঞ্জের কুর্শি ইউনিয়নের ষাইটকাহন গ্রামের মৃত অনু মিয়া পুত্র কুর্শী ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের এর যুগ্নআহ্বায়ক মিজানুর রহমান তৌফিককে আটক করেছে। পুলিশ সুত্রে জানাযায়, আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমম্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নেয় সরকার। তারই অংশ হিসেবে সোমবার উপজেলার কুর্শী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ এর যুগ্ন আহ্বায়ক মিজানুর রহমান তৌফিককে সোমবার রাতে নবীগঞ্জ পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করে নবীগঞ্জ থানা পুলিশ। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,তার বিরুদ্ধে মামলা থাকায় গ্রেফতার করা হয়েছে।