নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে কর্তৃক পরিচালিত নবীগঞ্জ ইউকে আইসিটি ইনস্টিটিউট-এর কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।গতকাল মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ ইউকে আইসিটি ইন্সটিটিউটের হল রুমে সনদপত্র বিতরণ করা হয়। ইন্সটিটিউটের ব্যবস্থাপনা কমিটির সভাপতি তোফাজ্জল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ইন্সটিটিউটের অধ্যক্ষ ফয়সল আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে সভাপতি মাহতাব মিয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকের জয়েন্ট সেক্রেটারির হাবিবুর রহমান বেলায়াত, সৈয়দ শামীম আহমদ, সৈয়দা নাছিমা বেগম, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, শিক্ষক রাজিব দেব, নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্টের শিক্ষক আক্কাস আহমদ, কাজী মাওলানা হাসান আলী,সাংবাদিক মোঃ হাসান চৌধুরী। অতিথিরা নবীগঞ্জ ইউকে আইসিটি ইন্সটিটিউট জুলাই-ডিসেম্বর ২০২৩ এর কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্সের শিক্ষাথীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। অনুষ্টান শেষে নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সভাপতি মাহতাব মিয়া ইন্সটিটিউটের ভবনের ২য় তালার কাজ পরিদর্শন করেন।