Login to your account

Username *
Password *
Remember Me
Thursday, 06 February 2025

Tuesday, 29 October 2024 02:04

নবীগঞ্জে মেহেদির রং মোছার আগেই প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত Featured

Written by
মোঃ হাসান চৌধুরী

বার্তা সম্পাদক : 

www.nabiganjerdak.com

www.tribute71.com

৭ দিন আগে বিবাহে বন্ধনে আবদ্ধ হন সৌদি আরব প্রবাসী যুবক সোহান আহমদ। এখনো হাত থেকে মেহেদির রং যায়নি সোহানের। পূরণ হয়নি স্ত্রীকে নিয়ে যুক্তরাজ্যে যাওয়ার স্বপ্ন, মেহেদির রং মোছার আগেই প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছেন সোহান আহমদ (২৩)। গতকাল সোমবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। সোহানের মৃত্যুর খবরে নববধূসহ পরিবারে চলছে শোকের মাতম। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহত সোহান ইনাতগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সিরাজ মিয়ার ছেলে। আহতরা হলেন, সোহানের চাচাতো দুই ভাই নুর আলমের ছেলে মোসাদ্দেক আলম (২৪) ও আবু সায়েদের ছেলে শহীদুল্লা (২৫)। আহতদের মধ্যে মোসাদ্দেকের অবস্থা সংকটাপন্ন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়- দুই সপ্তাহ পূর্বে সৌদি আরব থেকে দেশে আসেন ইনাতগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সিরাজ মিয়া ছেলে সোহান আহমদ। এক সপ্তাহ আগে স্বপ্নের দেশ যুক্তরাজ্যে যাওয়ার জন্য পাঞ্জারাই গ্রামে বিয়ে করেন সোহান। স্বপ্ন ছিল স্ত্রী সহকারে যাবেন স্বপ্নের দেশ যুক্তরাজ্যে। কিন্তু স্বপ্ন অধরাই রয়ে গেল সোহানের। সোমবার সন্ধ্যায় ইনাতগঞ্জ ইউনিয়নের উমরপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের পুত্র নুরকাছ ও তার সহযোগীদের সাথে তুচ্ছ বিষয় নিয়ে সোহানের বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এক পর্যায়ে তাদের মাঝে হাতাহাতি শুরু হলে সোহান নিজেকে রক্ষায় দৌঁড়ে পালানোর চেষ্টা করে। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। ইনাতগঞ্জ বাজারের গলিতে প্রকাশ্যে দাঁড়ালো ছুরি দিয়ে সোহানকে একাধিক জখম করা হয়। এ সময় সোহানকে বাঁচাতে মোসাদ্দেক ও শহীদুল্লাহ এগিয়ে আসলে তাদেরকেও ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় সোহান ও মোসাদ্দেককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপর আহত শহীদুল্লাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সোহানের মৃত্যু হয়। বিয়ের মেহেদির রং মোছার আগেই সোহানের চলে যাওয়ার ঘটনায় এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে। অধরাই রয়ে গেল সোহানের স্ত্রী নিয়ে যুক্তরাজ্যে যাওয়ার স্বপ্ন। নববধূসহ পরিবারে চলছে শোকের মাতম। এদিকে হামলায় গুরুতর আহত মোসাদ্দেকের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। ইনাতগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও নিহত সোহানের চাচা মসুদ আহমেদ জিহাদী বলেন- আমার ভাতিজাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকারীরা এলাকায় নানা অপকর্মের সঙ্গে জড়িত। প্রতিনিয়ত তারা অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায়। এর আগেও একাধিকবার অপরাধমূলক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততা রয়েছে। তিনি বলেন- দুই সপ্তাহ আগে সৌদি আরব থেকে দেশে আসে সোহান। তার স্বপ্ন ছিল বিয়ে করে স্ত্রীসহকারে যুক্তরাজ্যে যাবে। গত এক সপ্তাহ আগে পাঞ্জারাই গ্রামে বিয়ে করে সোহান। কিন্তু তার স্বপ্ন আর সত্যি হল না। তিনি সোহানকে যারা প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে তাদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহবান জানান। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। তিনি জানান, হত্যাকাণ্ডের ঘটনাস্থলটি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানা এলাকায় অবস্থিত।

Read 365 times
Rate this item
(1 Vote)
  1. Popular
  2. Trending
  3. Comments

Calender

« February 2025 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
          1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28