Login to your account

Username *
Password *
Remember Me
Thursday, 25 April 2024

মোঃ হাসান চৌধুরী

মোঃ হাসান চৌধুরী

বার্তা সম্পাদক : 

www.nabiganjerdak.com

www.tribute71.com

নবীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি প্রদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নবীগঞ্জ-বাহুবলের সংসদ সদস্য শাহ নেওয়াজ মিলাদ গাজী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) গিয়াস উদ্দিন,উপজেলা ভাইস চেয়ারম্যান এডঃ গতি গোবিন্দ দাশ,মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার,নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ, উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব,বাউশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সিদ্দিক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক  সম্পাদক মোস্তাক আহমেদ মিলু,যুক্তরাজ্যে  আওয়ামীলীগ নেতা অনর উদ্দিন চৌধুরী  জাহিদ, মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলারা হোসেন,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া,সেলিম তালুকদার, আওয়ামীলীগ নেতা এটিএম রুবেল, কৃষকলীগের সাধারন সম্পাদক এম এ ফরহাদজ্জামান, পৌর সেচ্ছাসেবকলীগের  সভাপতি ইকবাল আহমদ বেলাল,সহ আওয়ামী লীগ,ছাত্রলীগ, যুবলীগসহ দলের অঙ্গসংগঠনের নেতাকর্মী। এ সময় প্রধান অতিথি সকলকে সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোড়ালে পুস্প অপর্ন করে শ্রদ্ধা  নিবেদন করেন। অনুষ্ঠানে  বিভিন্ন  বিষয়ের উপর প্রতিযোগিতা বিজয়ীদের মধ্যে পুরুষ্কার  বিতরণ করা হয়।
 
 

নবীগঞ্জে ভূমিসেবা সপ্তাহ-২০২৩ উপলক্ষে অনলাইন ভূমিসেবা বিষয়য়ক জনসচেতন মূলক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।রবিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ারের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নবীগঞ্জ-বাহুবলের সংসদ সদস্য শাহ নেওয়াজ মিলাদ গাজী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) গিয়াস উদ্দিন,উপজেলা ভাইস চেয়ারম্যান এডঃ গতি গোবিন্দ দাশ,মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম,নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ, উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব,বাউশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সিদ্দিক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক  সম্পাদক মোস্তাক আহমেদ মিলু,যুক্তরাজ্যে  আওয়ামীলীগ নেতা অনর উদ্দিন চৌধুরী জাহিদ, মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলারা হোসেন,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া,সেলিম তালুকদার, আওয়ামীলীগ নেতা এটিএম রুবেল, কৃষকলীগের সাধারন সম্পাদক এম এ ফরহাদজ্জামান, পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল,সহ আওয়ামী লীগ,ছাত্রলীগ, যুবলীগসহ দলের অঙ্গসংগঠনের নেতাকর্মী।

নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভা করগাঁও ইউনিয়ন পরিষদে বৃহস্পতিবার ২৫মে সকাল ১১টায় অনুষ্টিত হয়। ২০২৩- ২০২৪ অর্থ বছরের সর্বমোট আয় ২,৪০,৫০,৩৩৮ হাজার টাকা, সর্বমোট ব্যায় ২ কোটি ৩৭ লক্ষ১৩ হাজার ২ শত ২০ টাকা,উদ্বৃত্ত ৩ লক্ষ ৪০ হাজাত ৬ শত ১৮ টাকা দেখানো হয়।করগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানার সভাপতিত্বে ও করগাঁও ইউনিয়ন পরিষদ সচিব মোঃ শাজাহান মিয়ার পরিচালনায় পবিত্র কোরআন পাঠ করেন সোহান মিয়া ও গীতা পাঠ করেন অদ্য দাশ।উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহারীয়ার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য শেখ মোঃ শফিকুজ্জামান শিপন,নবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (তদন্ত) গোলাম মুর্শিদ আলী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোঃ আলমগীর মিয়া ।
এ সময় বক্তব্য রাখেন,  আঞ্জব আলী উচ্ছ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লেয়াজুল রহমান জানু, বড় শাখোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবেল মিয়া, ইউনিয়ন পরিষদ সদস্য সাহিদুর রহমান, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিদু ভূষন দাশ, দর্নজয় দাশ আখল, অনন্ত দাশ, শেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মিনাল কান্তি দাশ। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সর্বস্তরের সাধারন মানুষ প্রমুখ ।প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহারীয়ার বলেন, এলাকার উন্নয়ন করতে হলে সর্বসাধারনের সহযোগিতা প্রয়োজন। জীবনযাত্ররার মান উন্নয়নে শিক্ষা দিকে এগিয়ে যেতে হবে।

নবীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪টি বসতঘর পুড়ে ছাই । এতে অন্তত ১ কোটি ২০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার। বৃহস্পতিবার ২৫ মে দিবাগত রাত ২.৩০ মিনিটে নবীগঞ্জ উপজেলার পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নের হলিমপুর গ্রামের নোহাহাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয়রা জানান, নবীগঞ্জের উপজেলা পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নের হলিমপুর নয়াহাটি যোগেশ মহাজনের বাড়ি ১৪টি বসতঘর বৃহস্পতিবার  দিবাগত রাত ২.৩০ মিনিটে আগুন লাগে ১৪টি বসতঘর, ১০টি গরু,প্রায় ২শত মন ধান ও নগদ টাকা আগুনে পুড়ে ছাই হয়ে যায়। নবীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার সাজ্জিদুর রহমান খালেদ জানান, আমরা অগ্নিকাণ্ডের খবর পাই ২ টা ৪৫ মিনিটে এবং ঘটনাস্থলে পৌঁছাই ৩টা ২৫ মিনিটে আমাদের নবীগঞ্জ  ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করি । প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ ৬০ লক্ষ টাকা। আমরা উদ্ধার করেছি পায় ২ কোটি টাকার মালামাল।নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ার জানান, ঘটনা স্থল পরিদর্শন করেছি এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলেছি তাদের জন্য প্রাথমিক ভাবে টিন ও আর্থিক অনুদান প্রদান করা হবে।



নবীগঞ্জ বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী সালাম মিয়ার ঝুলন্ত লাশ শশুর বাড়ি এলাকা থেকে উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। বুধবার (২৪ মে) রাতে শাখোয়া বাজার এলাকায় মাছের আড়ৎ এর পাশে একটি পুকুর পারের সিরিশ গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।মোঃ সালাম মিয়া,নবীগঞ্জ পৌর এলাকার নোয়াপাড়া গ্রামের মৃত জব্বার মিয়ার পুত্র।পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়,
বুধবার রাতে শাখোয়া বাজার থেকে সালাম মিয়া একটি মুদি দোকান থেকে রশি কিনেন। রশি হাতে নিয়ে বাজারে অনেকক্ষণ হাটাহাটি করেন।কিছুক্ষণ পরে আর তাকে দেখা যায়নি। পরে স্থানীয় লোকজন রাতে সালাম মিয়ারকে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে নবীগঞ্জ থানা পুলিশকে অবগত করেন।ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদের নির্দেশনায় একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ।

নবীগঞ্জে ভূমি সেবা সপ্তাহ-২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে। ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা আনতে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সোমবার (২৩ মে) থেকে শুরু হয়েছে ‘ভূমি সেবা সপ্তাহ-২০২৩’। আগামী ২৮ মে পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ উদযাপন করা হবে।নবীগঞ্জ সহকারী  কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ারের সভাপতিত্বে ভূমি সেবা সপ্তাহ ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন,নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ার ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম,মাধ্যমিক শিক্ষা অফিসার সাদেক খান,করগাঁও ইউপি চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা,পজীপ কর্মকর্তা শাকিল আহমদ,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রাকিল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া,সেলিম তালুকদার, সাংবাদিক সাগর আহমেদ প্রমুখ।
উল্লেখ্য,ভূমি সেবা খাতে চলতি বছরে যেসব অনলাইন সেবা যুক্ত হয়েছে সেগুলোকে, জনগণের মাঝে ব্যাপক পরিচিত করানোর লক্ষ্যে এবারের ভূমি সেবা সপ্তাহ উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে। ভূমি ব্যবস্থাপনায় জনগণের হয়রানি বন্ধ করতে এবং এই সংক্রান্ত সেবা সহজলভ্য করতে ইতোমধ্যে সরকার ভূমি সেবাকে জনগণের দ্বোরগোড়ায় নিয়ে যেতে নানা কার্যক্রম গ্রহণ করেছে।ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে ঘরে বসেই যেন সাধারণ মানুষ নিজের ভূমি সুরক্ষাসহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করতে পারে, সেজন্য এক ঠিকানায় সকল ভূমি সেবা নিয়ে আসার জন্য স্থাপন করা হয়েছে land.gov.bd ভূমি সেবা প্ল্যাটফর্ম।

নবীগঞ্জ উপজেলার আউশকান্দি হীরাগঞ্জ বাজারে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা সংঘঠিত হয়েছে। এ ঘটনায় নগদ টাকাসহ প্রায় সাড়ে ১৫ লাখ টাকার মালামাল খোয়া গেছে। এতে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন ব্যবসায়ীরা। রবিবার দিবাগত গভীর রাতে উপজেলার আউশকান্দি ইউনিয়নের হীরাগঞ্জ মধ্যবাজারে এ ঘটনা ঘটে। জানা যায়- মধ্য বাজারের মো. রাজু আহমেদের মালিকানাধীন মোবাইল জোন নামের দোকান রবিবার দিবাগত রাত সাড়ে ১০টার সময় দোকানের মালিক প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাসায় চলে যান। রাতের কোনো এক সময় সংঘবদ্ধ চোরচক্র দোকানের তালা ভেঙ্গে দোকানঘরে প্রবেশ করে বিভিন্ন ব্যান্ডের দামী ৪৭টি মোবাইল ফোন, নগদ ২ লক্ষ ১০ হাজার টাকাসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এদিকে একই রাতে মোঃ জাকারিয়ার মালিকানাধীন কলসুমা ভেরাইটিজ স্টোরে প্রবেশ করে নগদ ৭ হাজার টাকাসহ প্রায় ৫০ হাজার টাকা মূল্যের সিগারেট নিয়ে যায় চোরচক্র। এ ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যাপারে দোকান মালিক বলেন, আমার সারা জীবনের সঞ্চয় দিয়ে দোকানটি গড়ে তুলেছিলাম, এই দোকান চুরি হওয়ায় বেঁচে থাকার পথ বন্ধ হয়ে গেছে। চোরেরা আমাকে রাস্তায় বসিয়ে দিয়ে গেছে।
এদিকে এই দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে। এই চোরচক্রকে আইনের আওতায় নিয়ে আসতে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন সচেতন মহল।

  1. Popular
  2. Trending
  3. Comments

Calender

« April 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30