Monday, 03 February 2020 05:23

নবীগঞ্জ কল্যাণ সমিতি যুক্তরাজ্য প্রবাসী শাহ্ ছালিক মিয়াকে সম্মাননা ক্রেস্ট প্রদান

✍ নবীগঞ্জ প্রতিনিধিঃ

নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট ও গ্রেটার ইউকে নবীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন কর্তৃক আয়োজিত মতবিনিময় সভা এবং প্রবাসীদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে।নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা শাহ্ বাড়ির যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব শাহ্ মোঃ ছালিক মিয়া সহ যুক্তরাজ্য প্রবাসীদের সংবর্ধনা এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় সিলেট নগরীর ধোপাদিঘীর পাড়স্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলরুমে মতবিনিময় সভা এবং সংবর্ধনা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থইস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর ভিসি ড.আতফুল হাই শিবলী। নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের সভাপতি মনসুর আলী খান এর সভাপতিত্বে এবং সমিতির সাধারণ সম্পাদক ও সিলেট ট্যাকস বারের সভাপতি এডভোকেট মো.আবুল ফজল এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড.আবুল ফতেহ ফাত্তাহ, রোটারিয়ান নিরেশ চন্দ্র দাশ, সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্ট্রার মোজাক্কির হোসাইন। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব শাহ্ মোঃ ছালিক মিয়া, মাহবুব নুরুল ইসলাম, বাউসা ইউনিয়নের নাদামপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ নজরুল ইসলাম ও যুক্তরাজ্য প্রবাসী আনহার মিয়া। এতে আরো বক্তব্য রাখেন, সমিতির সহ-সভাপতি ছালেহ আহমদ চৌধুরী, মদন মোহন কলেজের অধ্যাপক রজত কান্তি ভট্রাচার্য, সৈয়দ মতিউর রহমান পিয়ারা, অলিউর রহমান নাহিদ, সাহিদা আক্তার, গোলাম হোসেন আজাদ, আব্দুল করিম দলা মিয়া, মোহাম্মদ আবদুল হাদি, আবু ইউসুফ, বয়েত উল্লা. নুরুল আমিন, রুহেল আহমদ চৌধুরী, চরিত্রবান সমাজপতি, ডা.শাহ আজাদ আলী সুমন, সালেহ আহমদ, সাংবাদিক এম ইজাজুল হক ইজাজ প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যকালে নর্থইস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর ভিসি ড.আতফুল হাই শিবলী বলেছেন, দেশের যে কোন সংকটময় মুহুর্তে প্রবসীরা আমাদের পাশে থাকেন। প্রবাসীদের যথাযথ সম্মান করা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি আরো বলেন, সরকারের একার পক্ষে দেশের উন্নয়ন করা সম্ভব নয়। সরকারের পাশাপাশি প্রবাসীদের সমন্বয়ে একটি আত্মনির্ভরশীল দেশ গড়ে তোলা সম্ভব। এ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে প্রবাসীরা যে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তা প্রশংসার দাবীদার। তিনি এলাকার উন্নয়ন কর্মকান্ডে প্রবাসীদের সহায়তা অব্যাহত রাখার আহবান জানান।

Login to post comments
  1. LATEST NEWS
  2. Trending
  3. Most Popular