Wednesday, 19 June 2019 06:28

সাংবাদিক আশাহীদ আলী আশার পরিবারকে দাতা ঘোষণা ইনাতগঞ্জ জামে মসজিদের দীর্ঘ ৩০ বছরের বিরোধের মীমাংসা।

লিখেছেনঃ
Alamgir Miah

ভারপ্রাপ্ত সম্পাদক : দৈনিক নবীগঞ্জের ডাক।

 সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ইনাতগঞ্জ বাজার জামে মসজিদ নিয়ে দীর্ঘ ৩০ বছরের বিরোধের অবসান হয়েছে। ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশের উদ্দ্যেগে গতকাল শনিবার সকালে ফাঁড়ির সামনে ইনাতগঞ্জ ইউপির চেয়ারম্যান বজলুর রশীদের সভাপতিত্বে অনুষ্টিত শালিস বৈঠকে দীর্ঘদিনের এ বিরোধের অবসান হয়। শালিস বৈঠকে উপস্থিত ছিলেন নবীগঞ্জ থানার অফিসার ইন চার্জ মোঃ ইকবাল হোসেন, ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ মোঃ সামছুদ্দিন আহমদ, ইনাতগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খালেদ আহমদ পাঠান, মসুদ আহমদ জেহাদী, বড় ভাকৈর পূর্ব ইউপির সাবেক চেয়ারম্যান আক্তার মিয়া ছুবা, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও বিশিষ্ট শালিস বিচারক ডাঃ শাহ আবুল খয়ের, নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, ইনাতগঞ্জ ইউপি আওয়ামীলীগের সাবেক সভাপতি ও বিশিষ্ট মুরব্বী মোঃ আজিজুর রহমান, বর্তমান সভাপতি আব্দুল খালিক, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রব্বানী,  দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ সেলিম তালুকদার, নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুরাদ আহমদ, সাংবাদিক আহমদ আবুল কালাম,  উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি শাহ সুলতান আহমেদ, দৈনিক শাখাবরাক পত্রিকার সম্পাদক এটিএম জাকিরুল ইসলাম, উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না, ইনাতগঞ্জ ফাঁড়ির এস আই এমরান মসজিদ কমিঠির সভাপতি রুপ উদ্দিন,  আমিনুর রহমান, ইউপি জাতীয় পার্টির সভাপতি সিরাজ উদ্দিন, ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিঠির সদস্য নূর আলম,, ইনাতগঞ্জ আঞ্চলিক শ্রমিক ইউনিয়নের সভাপতি ফুলজার মিয়া, প্রমূখ।  শালিসে ৩ টি পক্ষের মধ্যে মসজিদের দাতা পরিবারের পক্ষে সিনিয়র সাংবাদিক আশাহিদ আলী আশা, মোঃ মোশাহিদ আলী, মসজিদ কমিটির পক্ষে সভাপতি রুপ উদ্দিন, হাজী হেলিম উদ্দিন, ও অপর পক্ষের জামাল আহমেদ সুমন। শালিসে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ৭ সদস্য বিশিষ্ট বোর্ড গঠন করা হয়। পরে বোর্ডের সদস্যরা দীর্ঘ সময় সকল কাগজপত্র ও সার্বিক বিষয় আলাপ আলোচনা করে ইনাতগঞ্জ জামে মসজিদের দাতা হিসেবে আশাহিদ আলী আশার দাদা মরহুম ওয়াহাব উল্লাহ ও পিতা মরহুম ইবাহিম উল্লাহকে দাতা হিসাবে ঘোষণা করা হয়। ৩য় পক্ষ জামাল হোসেন সুমনের মায়ের নামে লীজকৃত জায়গা মসজিদ কমিঠির অনুকূলে প্রদান ও তাকে ক্ষতি পুরন বাবত  মসজিদ কমিঠিকে ৪ লক্ষ টাকা প্রদানের সিদ্ধান্ত প্রদান করা হয়। বোর্ডের সদস্যরা হলেন, মোঃ ইকবাল হোসেন, বজলুর রশীদ, খালেদ আহমেদ পাঠান, মসুদ আহমেদ জিহাদী, আক্তার মিয়া ছুবা, মোঃ আজিজুর রহমান ও আনোয়ার হোসেন মিঠু। শালিসে দীর্ঘ দিনের এ বিরোধ মীমাংসায় থানা পুলিশের ও ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশর প্রশংসা করে উপস্থিত মুরব্বীরা তাদেরকে ধন্যবাদ জানান।

Login to post comments
  1. LATEST NEWS
  2. Trending
  3. Most Popular